সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » বিবিধ » লালমোহনে হা-মীম একাডেমী পরিচালকের সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে হা-মীম একাডেমী পরিচালকের সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ রুহুল আমিন।
সোমবার বিকেলে লালমোহন প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোঃ রুহুল আমিন অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির পাশ্ববর্তী মোঃ আবুল কালাম খোকন হাওলাদার গংরা একটি পুকুরের ২ লাখ টাকার মাছ নষ্ট করে ফেলার অভিযোগ তোলেন মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে ওই পুকুর হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ রুহুল আমিনের ক্রয় করা।
সংবাদ সম্মেলনে মোঃ রুহুল আমিন অভিযোগ করেন, এসএ ২৪ খতিয়ানের ২২৮ দাগের ১৪ শতাংশ ও ২২৯ দাগে ১০ শতাংশ জমি মোট ২৪ শতাংশ বিনা কাগজে দখলের পায়তারা চালাচ্ছে। ওই জমির প্রকৃত মালিক ফারুক গংদের কাছ থেকে ১৫/০১/২০২০ ইং তারিখে ৩৮৯/২০২০ নং দলিলের মাধ্যমে জমি ক্রয় করেন মোঃ রুহুল আমিন। জমি কেনার পর আবুল কালাম খোকন হাওলাদার গংরা তাদের কোন কাগজপত্র না থাকায় বিভিন্ন জায়গায় দৌড় ঝাঁপ শুরু করে। তবে কোথাও কাগজপত্র দেখাতে না পারায় বারবার পরাজিত হয়ে অবশেষে ভোলা সিনিয়র সহকারী জজ আদালতে উক্ত সম্পত্তির উপর নিষেধাজ্ঞা প্রদানের জন্য আবেদন করেন। আদালতে মোঃ রুহুল আমিন তার কাগজপত্রাদি পেশ করলে ২৩/০২/২০২০ ইং তারিখে উক্ত নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে পুনরায় আবুল কালাম গংরা লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবর বিচার দাখিল করলে সেখানেও তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর ওই জমিতে থাকা পুকুরের মাছ নিধনের অভিযোগ এনে মোঃ রুহুল আমিনের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করে যাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে লিখিত অভিযােগে তুলে ধরেন তিনি।