শনিবার, ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » এখনও আসেনি করোনায় সুরক্ষার (পিপিই) লালমোহন হাসপাতালে ডাক্তার-নার্সরা আতঙ্কে।।লালমোহন বিডিনিউজ
এখনও আসেনি করোনায় সুরক্ষার (পিপিই) লালমোহন হাসপাতালে ডাক্তার-নার্সরা আতঙ্কে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনি্উজ, সালাম সেন্টু : সারাদেশের ন্যায় ভোলার লালমোহনেও করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার সর্বসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শদাতা খোদ হাসপাতালের ডাক্তার-নার্সরাই আতঙ্কে রয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজনদের সেবাদানকালে নিজেদের সুরক্ষার জন্য প্রযোজনীয় পারসোনাল প্রোটেকটিভ ই্কুইপমেন্ট (পিপিই) না থাকায় চিন্তিত হয়ে পড়েছেন তারাও। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭৯ প্রবাসী এসেছেন লালমোহনে। কেউ করোনায় সন্দেহভাজন বা আক্রান্ত হলে তাদের সেবাদানের জন্য উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ৫ বেডের আইসোলেশন কক্ষ থাকার কথা থাকলেও লালমোহন হাসপাতালে ১সিট বিশিষ্ট কক্ষ রাখা হয়েছে। অপরদিকে এ আইসোলেশন হাসপাতালের অন্যান্য রোগীদের থেকে নিরাপদ দুরত্বে না রেখে রাখা হয়েছে একই ভবনে। এতে হাসপাতালে থাকা রোগীদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।
এদিকে এখন পর্যন্ত হাসপাতালের ডাক্তার-নার্সদের সুরক্ষার জন্য পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট না আসার ফলে নিজেদের অনিরাপদ মনে করছেন তারাও।
জানতে চাইলে হাসপাতালের নার্সরা বলেন, করোনার রোগীকে সেবাদানের আগে আমাদের নিজেদের সুরক্ষা অতীব জরুরি হলেও এখানে এমন কোন ব্যবস্থা নেই। এতে আমরাও ঝুঁকির মধ্যে রয়েছি।
লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ মহসিন খাঁন বলেন, আমাদের পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট এর জন্য উপরোস্থ কর্মকর্তাদের অবহিত করেছি। অতি শিগ্রই সেগুলো এসে পৌঁছবে।
এ ব্যাপারে জানতে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।