শনিবার, ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রবাসীর জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রবাসীর জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়ায় হোম কোয়ারেন্টিন অমান্য ও জনসমাগম এলাকায় অবাধ বিচরণ করায় ছগির আহমেদ (৪০) নামের এক প্রবাসী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইলিশাকান্দি এলাকার ওই প্রবাসী কে পাঁচ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি’র পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।
প্রবাসী ছগির আহমেদ ওই এলাকার আমির হোসেনের ছেলে।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, সদর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. মহসিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমূখ।