বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০১৫
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে টেম্পু মালিক শ্রমিকদের অবরোধ, প্রশাসনের আশ্বাষে অবরোধ স্থগিত
বোরহানউদ্দিনে টেম্পু মালিক শ্রমিকদের অবরোধ, প্রশাসনের আশ্বাষে অবরোধ স্থগিত
ভোলা সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাষে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট ও অবরোধে কর্মসূচী তুলে নিয়েছে ৩ চাকা বিষ্ঠিষ্ট অটোটেম্পু, অটো রিক্সা, নসিমন ও করিমন মালিক-শ্রমিক-চালকরা।
বুধবার বিকালে তারা এ অবরোধ কর্মসূচী তুলে নেয়।
জানা গেছে, মহাসড়ক ও লোকাল সড়কে চলাচলের অনুমতি দেয়ার দাবীতে সকাল থেকে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করে অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া টেম্পু শ্রমিক ইউনিয়ন নেতারা।
এতে পুরো উপজেলা সদর অরুদ্ধ হয়ে অচলাবস্তা নেমে আসে। দুর্ভোগে পড়ে বাজারের ব্যবাসায়ী, পথচারী, যাত্রীসহ বিভিন্ন শেন্রীপেশার মানুষ।
টেম্পু মালিক পক্ষের দাবী, তারা বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের ঋন নিয়ে সড়কে চলাচল করে আসছেন। যাত্রী-উঠা নামাতেও তাদের বিশেষ সুবিধা রয়েছে। কিন্তু প্রশাসন তাদের সড়কে চলতে বাধা দিচ্ছে। এছাড়াও দুই শ্রমিককে আটক করে পুলিশ। তাই সড়কে নির্ভিগ্নে চলাচলের দাবী জানিয়ে অবরোধ কর্মসূচীর ডাক দেয়া হয়।
এদিকে, সড়ক জুড়ে অবরোধ ও অচলাবস্তা নিরসনে টেম্পু মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃনএদর নিয়ে জুরুরী সভার ডাক দেয় উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, ভোলার সহকারী পুলিশ মো: রফিক, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কৃষ্ণ রায় চৌধূরী।
সভায় টেম্পু মালিক ও শ্রমিকদের দাবী আদায়ের বিষয়টি পরবর্তি সভায় সিদ্ধান্ত নেয়া হবে এবং জন দুর্ভোগের কমাতে অবরোধ তুলে নেয়া অনুরোধ করলে টেম্পু শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বিকাল থেকে উপজেলা জুড়ে ফের টেম্পু চলাচল শুরু হয়েছে।