বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সাংসদ শাওনের সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সাংসদ শাওনের সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলার লালমোহনে করোনা ভাইরাস প্রতিরোধ ও স্থানীয় জনসাধারণকে নিরাপদে রাখার প্রত্যয়ে সংবাদ সম্মেলন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সম্মেলনে সাংসদ শাওন বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, প্রয়োজন সচেতন থাকা। আমরা সচেতন হলেই এ ভাইরাস মোকাবিলা করা সম্ভব। তাই সকলকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত নিয়মাবলী মেনে চলতে আহবান জানান তিনি।
তিনি বলেন, দেশবাসীর কথা চিন্তা করে করোনা মোকাবিলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানকে সীমিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদেশ ফেরত প্রবাসীদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার আহবান জানিয়ে সাংসদ শাওন বলেন, আপনাদের পরিবার ও প্রতিবেশীদের কথা চিন্তা করে হলেও হোম কোয়ারেন্টিনে থাকা প্রয়োজন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি বিদেশ ফেরত কোন ব্যক্তি হোম কোয়ানেন্টিনে না থেকে জনসমাগমে অবাধ বিচরণ করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। হোম কোয়ানেন্টিন অমান্য করে কেউ অবাধ বিচরণের চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে স্থানীয়দের প্রতি আহবানও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, প্রেসকাব সাধারণ সম্পাদক মো. জসিম জনি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরগণসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।