বুধবার, ১৮ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে চাঁদার দাবিতে কুপিয়ে জখম।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে চাঁদার দাবিতে কুপিয়ে জখম।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চাঁদার দাবিতে স্থানীয় জেবল হকের ছেলে দুলাল (৩৫) কে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছে দুলালের স্ত্রী মমতাজ ও মেয়ে ৩ বছরের শিশু কন্যা রাফিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ মার্চ (মঙ্গলবার) সকালে দুলালের বসত ঘরে ঢুকে চাঁদার দাবীতে সন্ত্রাসী হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ঘরে থাকা বিভিন্ন মালা-মাল লুট ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায় একই এলাকার নিরব মাতাব্বরের ছেলে সেহেল মোল্লা, এমরান, হিরন, খুকু, সেহেল মোল্লার স্ত্রী চায়না ও নিরব মাতাব্বরের স্ত্রী খায়রুন বেগম ও পক্ষিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হোসেন মাতাব্বরের ছেলে ইয়াবা বিক্রেতা বাবলু সহ আরো ৬ জন।
এসময় আহতদেরকে হত্যার হুমকি দেয় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন সদর হাসপাতালে ভর্তি করেন।
হামলাকারীদের ভয়ে আতঙ্কে রয়েছেন জেলে পল্লীর প্রায় ১ হাজার পরিবার। এমন অভিযোগ করে স্থানীয়রা জানায়, ওই ওয়ার্ডে নদী ভাঙন এলাকার প্রায় ১ হাজার সাধারণ জেলে পরিবার স্থানীয় জমির মালিকদের কাছ থেকে মৌখিক ভাবে ২০১৬ সালে জমি ক্রয় করে ঘর উত্তোলন করে বসবাস শুরু করেন। নদীর পারে বর্তমান ব্লক নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। তাই নদীর পারের জমি স্থায়ী হওয়ায় ওই জমির মালিকরা বর্তমানে বসবাসরত পরিবারের কাছ থেকে বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসছে। তারই ধরাবাহিকতায় জখম দুলালের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে তাদের উপর হামলা কারে দুর্বৃত্তরা।
এ ব্যপারে অভিযুক্তদের কাছে চানতে চাইলে চায়না ও ইয়াবা ব্যবসায়ী খ্যাত বাবলু বলেন, আমরা ঘর দখল করতে এসেছি, এখানে থাকতে হলে আমাদের সাথে ফয়সালা করতে হবে। তা না হলে আমরা তাদেরকে এখানে থাকতে দিমুনা, তারা নদী ভাঙা জাইল্যা।
অন্যদিকে ইয়াবা বিক্রেতা বাবলুর বিরুদ্ধে বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় ইয়াবা বিক্রি করার অভিযোগ রয়েছে স্থানীয়দের। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায় ।