বুধবার, ১৮ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » “ভোলা ক্লাবে” ডিবির হানা: বিদেশি মদসহ আটক-৩।।লালমোহন বিডিনিউজ
“ভোলা ক্লাবে” ডিবির হানা: বিদেশি মদসহ আটক-৩।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা সদর থানার সংলগ্ন পৌর ০৩নং ওয়ার্ড এলাকায় “ভোলা ক্লাবে” অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৩ মাদকসেবীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল (মঙ্গলবার) রাতে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌর ০৫নং ওয়ার্ড কালিনাথ বাজারের সম্ভুনাথ চক্রবর্তীর ছেলে সঞ্জিব (২৮), উত্তর দিঘলদী ০১নং ওয়ার্ডের মৃত শ্যামরায়ের ছেলে হিমেল রায়ন ও রতনপুর ০৮নং ওয়ার্ডের ফারুক হোসনের ছেলে মোঃ সোহেল (২৬)।
ভোলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিবি ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ক্লাবে অভিযান চালানো হয়। এসময় বিদেশি ৩ লিটার ও দেশি ৫ লিটার মদসহ আনুমানিক ৩৪ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ এপ্রিল র্যাব-৮ অভিযান চালিয়ে ভোলা ক্লাব থেকে মাইনুদ্দিন ও মজিবুর রহমান নামের দুজনকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করেছিল।