
বুধবার, ১৮ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জোনাকীর আলোয় নির্ভরশীল দেশবাসী আজ বিদ্যুতের আলোয় স্বয়ংসম্পূর্ণ-সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
জোনাকীর আলোয় নির্ভরশীল দেশবাসী আজ বিদ্যুতের আলোয় স্বয়ংসম্পূর্ণ-সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলা- ৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, এক সময় জোনাকির আলোর উপর নির্ভরশীল দেশের মানুষ আজ বিদ্যুতের আলোয় স্বয়ং সম্পূর্ণ। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদৌলতে দুর্গম চরাঞ্চলের মানুষও আজ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, বিদ্যুতের আলোয় তাদের সন্তানরা লেখাপড়া করছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ধলীগৌরনগর জনতা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসায়ীর হাতে টিন ও অর্থের চেক বিতরণকালে একথা বলেন তিনি।
সাংসদ শাওন আরও বলেন, সকল দূর্যোগে দেশের মানুষের পাশে থাকেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই এক সময়ের খাদ্য ঘাটতির দেশ পর্যায়ক্রমে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।
করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে শাওন বলেন, যদি প্রবাসী কেউ দেশে আসে এবং নিজেকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া জনসমাগম এলাকায় অবাধ বিচরণ করে তাহলে আপনারা তাকে তার বাসায় পাঠাবেন। যদি সে তা না মানে তাহলে স্থানীয় থানায় খবর দেবেন। বক্তব্যকালে জাতির জনকের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ভোলা) মাসুদ আলম সিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান র”মি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখর”ল আলম হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) গভীর রাতে উপজেলার ধলীগৌরনগর জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।