শনিবার, ১৪ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন থানার “শ্রেষ্ঠ অফিসার” পুরস্কৃত হলেন এএসআই লিটন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন থানার “শ্রেষ্ঠ অফিসার” পুরস্কৃত হলেন এএসআই লিটন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলার লালমোহন থানার এসআই ও এএসআইদের ফেব্রুয়ারী-২০২০ মাসের কার্যক্রম পর্যালোচনায় “শ্রেষ্ঠ অফিসার” নির্বাচিত হয়ে পুরস্কার ও সনদ অর্জন করেছেন এএসআই লিটন।
শুক্রবার (১৩ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেলের) পক্ষ থেকে এএসআই লিটনকে “শ্রেষ্ঠ অফিসার” এর পুরস্কার ও সনদ প্রদান করা হয়। পাশাপািশ যাদের পারফরম্যান্স সন্তোষজনক নয় তাদেরকে সতর্ক করে তাদের হাতে বিশেষ বার্তা/খাম দেয়া হয় তুলে দেন তিনি।
শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানের ছবি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে আফলোডপূর্বক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান উল্লেখ করেন, লালমোহন সার্কেলের পক্ষ হতে গত ফেব্রুয়ারী মাসে লালমোহন থানার সকল এসআই ও এএসআই গণের মাসিক কার্যক্রম পর্যালোচনা করে- এ.এস.আই. লিটনকে উক্ত মাসের থানার “শ্রেষ্ঠ অফিসার” বিবেচনা পূর্বক বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করা হয় এবং যাদের পারফরম্যান্স সন্তোষজনক নয় তাদেরকে সতর্ক করে বিশেষ বার্তা/খাম দেয়া হয়।
এ সময় লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসী) মীর খায়রুল কবীর ও অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ বশির প্রমূখ।