বুধবার, ১২ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ফের হুমকির মুখে ভোলা-লক্ষীপুর ফেরি ঘাট
ফের হুমকির মুখে ভোলা-লক্ষীপুর ফেরি ঘাট
ভোলা সংবাদদাতা : ভোলা – লক্ষীপুর মহা সড়কের ইলিশা চডার মাথা এলাকায় আবার রাক্ষুসে মেঘনা নদী আঘাত হেনেছে। ইতো মধ্যে বিশাল আকার ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এ ছাড়াও এবার ইলিশা বিশ্ব রোড এলাকায় ভয়াবহ ভাঙ্গন শুরু হওয়ায় বিআইডব্লিউটিএ’র নব নির্মিত দ্বিতীয় ফেরিঘাটটি এখন হুমকির মুখে পড়েছে। ভাঙ্গন অব্যাহত থাকলে ৩ দিন আগে চালু হওয়া এ ফেরিঘাটটিও বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। এতে করে ২১ জেলার সাথে সহজ যোগাযোগ মাধ্যম ভোলা-লক্ষীপুর ফেরি চলাচল ফের বন্ধ হয়ে যেতে পারে। বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল ও ইলিশা ফেরিঘাট মেঘনার ভাঙ্গনের হাত থেকে রক্ষায় জরুরী এক সভায় উপস্থিত বক্তারা এসব আশংকার কথা বলেন।
ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজার সভাপতিত্বে জরুরী এই সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মমিন টুলু, পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম,বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ,গনপূর্তের নির্বাহী প্রকৌশলী বদরুল আলম, ভোলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহিন সরকার, ভোলা ফেরি বাস্তবায়ন ও স্বার্থ রক্ষা কমিটির আহবায়ক অমিতাভ অপু প্রমুখ।
সভায় ভোলা-লক্ষীপুর ফেরি চলাচল স্বাভাবিক রাখতে তৃতীয় একটি ফেরিঘাট নির্মান করার জন্য স্থান নির্ধারন করা হবে বলেও সিদ্বান্ত নেয়া হয়।
উল্লেখ্য,গত ঈদুল আযাহার দিন ভোলা ইলিশা ফেরিঘাট এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়। এর পর ভোলা-লক্ষীপুর মহা সড়কের চডার মাথা এলাকার রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেলে গত ২৬ জুলাই থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর পর দ্বিতীয় ফেরি ঘাট নির্মান করা হলেও সেটিও এখন ভাঙ্গনের মুখে পড়েছে।