বুধবার, ১১ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | রংপুর | শিরোনাম | সর্বশেষ » কুড়িগ্রামে বস্তা ভর্তি ভারতীয় মদসহ আটক-১।।লালমোহন বিডিনিউজ
কুড়িগ্রামে বস্তা ভর্তি ভারতীয় মদসহ আটক-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে বস্তা ভর্তি ‘ভারতীয় অফিসার চয়েজ মদ’ পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে রেজাউল ইসলাম নামের এক সাহসী যুবক।
যুবক রেজাউল ইসলাম জানায়, সে রাতের খাবার খেয়ে বাড়ি সামনে রাস্তায় পায়চারি করছিল। এমন সময় দুজন লোক বস্তা ভর্তি করে প্রায় ৭০টি মদের বোতল নিয়ে যাচ্ছিল। আমি তাদের পথ রোধ করে বস্তার ভিতরের জিনিস সম্পর্কে জানতে চাইলে তারা আমাকে ধাক্কা দিয়ে বস্তা ফেলে পালিয়ে যায়।
সে সময় তাদের কাছে থাকা একটি মোবাইল ফোনও ফেলে চলে যায়। পরে আমি পুলিশে খবর দিলে পুলিশ এসে বস্তা ভর্তি মদ ও মোবাইলটি থানায় নিয়ে যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোঃ দিলওয়ার হোসেন জানান, উদ্ধারকৃত মোবাইল ফোনের সুত্র ধরে রাতেই উপজেলার মাঠের ভিটা নামক এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ী মোমদেদ হোসেন (৪০) কে আটক করা হয়। পরে তাকে বুধবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি মোল্লারচর গ্রামের নওশেদ আলীর ছেলে।