মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » সাংবাদিক-কবি আহসান হামিদ’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক।।লালমোহন বিডিনিউজ
সাংবাদিক-কবি আহসান হামিদ’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশ বেতারের গ্রন্থক ও উপস্থাপক, দৈনিক নয়া দিগন্ত’র সাবেক শিফট ইনচার্জ,
সাংবাদিক-কবি আহসান হামিদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তিকাল করেছেন। আজ বাদ আসর মিরপুর সাংবাদিক পল্লী মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস স্বাক্ষতির এক বিবৃতিতে বলা হয়েছে যে, কবি ও সাংবাদিক আহসান হামিদের মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাব গভীর শোকাহত।
বিবৃতিদাতারা হলেন জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সহ সভাপতি মোঃ হাসান আলী রেজা দোজা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আখতার শিউলী, সাংগঠনিক সম্পাদক বি. এম. সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ প্রমুখ।
বিবৃতিতে তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।