মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মুজিববর্ষে খালেদাকে মুক্তি দিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতি আবেদন।।লালমোহন বিডিনিউজ
মুজিববর্ষে খালেদাকে মুক্তি দিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতি আবেদন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মুজিববর্ষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতি মানবিক আবেদন।
মঙ্গলবার (১০ই মার্চ) মানবিক কারণে বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন এক আইনজীবী। সকালে ডাকযোগে পাঠানো এক চিঠিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ আবেদন জানান হাইকোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ।
আইনজীবী ইউনূস আলী আকন্দ জানান, তিনি কোনো দলের পক্ষে নয় বরং দেশের মানুষের পক্ষে এবং খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আবেদন জানানো হয়েছে।
মুজিববর্ষে ১৭ই মার্চ মানবিক কারণে সংবিধানে সংবিধানের প্রস্তাবনা ১১, ৪৮ (৩) এবং ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করা হয়েছে। আবেদনের কপি স্বরাষ্ট্র ও আইন সচিবকে পাঠানো হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড মাথায় সাজা ভোগ করছেন বিএনপি চেয়ারপার্সন। তবে, শারীরিক অসুস্থাজনিত কারণে গেল বছরের ১লা এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, খালেদা জিয়ার জমিনের জন্য দু’দফা আবেদন করা হলেও পর্যালোচনা শেষে আপিল বিভাগ সে আবেদন খারিজ করে দেন।