মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ১১৫ পিচ ইয়াবাসহ ৫জন গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ১১৫ পিচ ইয়াবাসহ ৫জন গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ১১৫ পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার কে গ্রেপ্তার করেছে বোরহানউ্দ্দিন থানা পুলিশ।
সোমবার (৯মার্চ) রাত ১১টার দিকে উপজেলার পক্ষিয়া ০৭নং ওয়ার্ডস্থ মোঃ আঃ রব (রবু মুন্সির) বসতঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আঃ রব (রবু মুন্সি) (৪৫) পিতা- মোঃ হাবিবুর রহমান মুন্সি, সাং- পক্ষিয়া ০৭নং ওয়ার্ড, মোঃ কাজল গদা ফরাজী (৪০) পিতা- মোঃ শাহাজল হক, সাং- পক্ষিয়া ০৪নং ওয়ার্ড, শ্রী বিপুল দাস (বিজয়) (৩৫) পিতা- মৃত কাজল দাস (সুনীল দাস), সাং- পৌরসভা ০৬ নং ওয়ার্ড, থানা- লালমোহন, ৪। বাবুল হাজি (৪৫) পিতা- মৃত খোরশেদ আলম, ৫। মোঃ মহাসিন মুন্সি (২২) পিতা- মোঃ আঃ রব (রবু মুন্সি), উভয় সাং- পক্ষিয়া ০৭নং ওয়ার্ড।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে একদল চৌকশ পুলিশ পক্ষিয়া ০৭নং ওয়ার্ডস্থ মোঃ আঃ রব (রবু মুন্সি)র বসতঘরে অভিযান চালায়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১১৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানার মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০, তারিখ-১০ মার্চ।