
রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ছেলের নির্যাতনের শিকার মায়ের মামলায় ২ জন গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ছেলের নির্যাতনের শিকার মায়ের মামলায় ২ জন গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
সালাম সেন্টু : ভোলার লালমোহন উপজেলার চরভূতায় সৎ ছেলের নির্মম নির্যাতনের ঘটনায় মা ফাতেমা বেগমের দায়ের করা মামলায় আঃ রহিম ও বশির নামের দুই সহোদরেক গ্রেপ্তার করেছে লালমোহন থানা পুলিশ।
রবিবার ওই দুজন কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার নুর ইসলাম ও মমতাজ দম্পত্তির সন্তান মোঃ মফিজ তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী ফাতেমা বেগমের উপর নির্মম নির্যাতন করে। নির্যাতনের ফলে ফাতেমা বেগমের বুকের হাড় ভেঙ্গে যায় এবং সারা শরির নীলা ফুলা জখম হয়। নির্যাতনের শিকার ফাতেমা বেগমকে প্রথমে লালমোহন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ফাতেমা বেগম বাদি হয়ে ৬ জনকে আসামী করে লালমোহন থানায় মামলা করেন। মামলা নং-৯, তারিখ ৮ মার্চ। পরে মামলার দুই আসামী আঃ রহিম ও বশির কে গ্রেপ্তার করে পুলিশ।
আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর।