
রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রাজধানীর রূপগঞ্জে ৯৬০০ পিস ইয়াবাসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
রাজধানীর রূপগঞ্জে ৯৬০০ পিস ইয়াবাসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গাউছিয়া-কাঞ্চনব্রিজ সড়ক সংলগ্ন কালাদী গ্রামের মেসার্স এফ হক ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১।
আটক দু’জন হলেন- মো. সুমন (৩০) ও মো. জীবন মিয়া (২৮)। র্যাব -১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের একটি দল তাদের আটক করে।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে বেশকিছু দিন থেকে উভয়ে পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে ইয়াবা চালান এনে রাজধানীসহ নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গোপনে বিক্রি করে আসছিল। আটক দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।