বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ( ৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এমাদুল হক মনির, উপজেলা চেয়ারম্যান কাঠালিয়া। অনুষ্ঠানে শুভেচ্ছ বক্তব্য রাখেন, মোসাঃ আনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কাঠালিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোঃ ফয়সাল উদ্দিন।
পরে কাঠালিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে একটি র্যালী বের করা হয় র্যালীটি কাঠালিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে মেলা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।