বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের ফরাজগঞ্জ ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনের ফরাজগঞ্জ ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপেজলাধীন ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪মার্চ) ১৭০০.০০০০.০৭৯.৪১,০০১.২০-৩৪ নম্বর স্মারকের মাধ্যমে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের তফসিল পরবর্তী নির্দেশ না পর্যন্ত স্থগিতে নির্দেশনা প্রদান করে নির্বাচন কমিশন সচিবালয়।
নির্বাচন কমিশন সচিবালয় এর নির্দেশনায়, ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদে নির্বাচনের তফসিলে উল্লেখিত সকল কার্যক্রম স্থগিত করেন উপজেলা নির্বাচন অফিসার ও ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো: আমির খসরু গাজী।
উল্লেখ্য, মামলা সংক্রান্ত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৬ ফেব্রুয়ারি ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১২মার্চ মনোনয়ন জমাদানের শেষ তারিখ, ১৫ মার্চ বাছাইয়ের তারিখ, ২২মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ এবং ১২ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল।