মঙ্গলবার, ১১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বারবার ফল বিপর্যয়, শিক্ষার্থীদের হামলা: ভাংচুর: আটক-২
বোরহানউদ্দিনে বারবার ফল বিপর্যয়, শিক্ষার্থীদের হামলা: ভাংচুর: আটক-২
বোরহানউদ্দিন সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিনে আব্দুল জব্বার কলেজের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের জের ধরে সোমবার অকৃতকার্য ও এইচএসসি’র শিক্ষার্থীরা সমবেত হয়ে মিছিল সহকারে মহিলা ডিগ্রী কলেজের উপর হামলা ও ভাংচুর চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে তাদের সাথেও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। শিক্ষর্থীরা এ সময় শিক্ষকদের ২ টি মোটর সাইকেল ও অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করে। ঘটনাস্থল থেকে পুলিশ এইচএসসি দ্বিতীয় বর্ষের তুষার ও নুরনবী নামের ২ ছাত্রকে আটক করে।
জানা যায়, এ বছর আব্দুল জব্বার কলেজ থেকে ৫৮৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র ২৪৪ জন পাস করে। অপরদিকে মহিলা ডিগ্রী কলেজ থেকে ১৫০ জনের মধ্যে ৫৪ জন কৃতকার্য হয়। গত দুই বছরের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় যে, উভয় কলেজেই পাশের হার তুলনামূলক ভাবে খুবই কম। আব্দুল জব্বার কলেজের পরীক্ষা মহিলা কলেজ ভেন্যুতে হওয়ায় ওই কলেজের শিক্ষকগন কক্ষ পরিদর্শকের দ্বায়িত্ব পালন করে। কক্ষ পরিদশর্কদের কড়াকড়ি আরোপের ফলে ওই ফল বিপর্যয়ের কারণ বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান। তবে জানা যায় , কলেজের একটি মহলের ইন্দনে এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। এ ব্যাপারে আব্দুল জব্বার কলেজ অধ্যক্ষ আবুল কাশেমকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে উপাধ্যক্ষ মোফাজ্জল হোসেন জানান তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। মহিলা কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ জানান, পরীক্ষা হলে অবৈধ সুবিধা না পেয়ে এ হামলা ঘটিয়েছে। এটা পূর্ব পরিকিল্পিত ভাবে তাদের উপর এ হামলা ও তান্ডব চালায়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে। বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, ওই ঘটনায় ২ জন আটক আছে এখন ( দুপুর সাড়ে ৩ টা) পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে পৌনে ৪ টা পর্যন্ত শিক্ষকদের দ্বায়ি করে আটক ২ ছাত্রের মুক্তির দাবিতে আব্দুল জব্বার কলেজের প্রধান ফটক তালা মেরে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে