রবিবার, ১ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় নিষেধাজ্ঞা অমান্য: ১৭ জেলের জেল-জরিমানা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য: ১৭ জেলের জেল-জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৭ জেলেকে আটকের পর জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি ট্রলার ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।
মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১লা মার্চ থেকে ভোলার মেঘনা-তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ২ মাসের জন্য সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রবিবার (১ মার্চ) নিষেধাজ্ঞার প্রথম দিনে ভোররাত থেকে নদীতে অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর তুলাতুলি এলাকায় মাছ ধরার দায়ে ১৭ জেলেকে আটক করা হয়।
পরে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হানুল ইসলাম আটকদের মধ্যে ১৪ জনকে ১ বছর করে কারাদণ্ড, ২ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও বয়স বেশি হওয়ায় একজনকে অব্যহতি দেন। এছাড়া, জব্দ করা মাছ এতিমখানায় বিলিয়ে দেয়া হবে।