রবিবার, ১ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ঘরের সকলকে অচেতন করে সর্বস্ব লুট।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ঘরের সকলকে অচেতন করে সর্বস্ব লুট।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাতের খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে ঘরের যাবতীয় মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। খাবার খেয়ে অচেতন হয়ে চিকিৎসাধীন রয়েছেন একই পরিবারের ৫ সদস্য।
শনিবার রাতে ওই এলাকার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ওই বাড়ির দ্বীন ইসলাম নয়ন পাটোয়ারী, তার বাবা ইউসুফ পাটোয়ারী, তার মা মমতাজ বেগম, স্ত্রী আছমা ও ভাবি নাছিমা বেগম। কিন্তু খাবারে নেশাদ্রব্য থাকার ফলে অচেতন হয়ে পড়েন সকলে। এ সুযোগে ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণাংকার লুটে নেয় দুর্বৃত্তরা। অচেতনদের মধ্যে লালমোহন হাসপাতালে ৩জন ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২জন।
দ্বীন ইসলাম নয়ন পাটোয়ারীর চাচাতো ভাই আল আমিন জানান, নেশাদ্রব্য মেশানো খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে ঘরের সর্বস্ব লুটে দুর্বৃত্তরা। তারা জেঠিমার (মমতাজ বেগম) কানের স্বর্ণ খুলে নেয় এবং হাতের রুলি খুলে নেয়ার সময় জেঠিমার হালকা চেতনা থাকায় তিনি চিৎকার করেন। পরে বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়লেও ততক্ষনে সবকিছু লুটে নিয়ে পালিয়ে যায় চক্রটি।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে লালমোহনে অহরহ এমন ঘটনা ঘটলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে চক্রটি। ফলে আতঙ্ক দানা বেঁধেছে সাধারণ মানুষের মনে। তাই চক্রটিকে নির্মূল করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ।