শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » আজ মধ্যরাত থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা বন্ধ।।লালমোহন বিডিনিউজ
আজ মধ্যরাত থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা বন্ধ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা-তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে।
মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় এ নিষেধাজ্ঞা জারি থাকবে। আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমের ওইসব এলাকায় ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম জানান, দেশের পাঁচটি পয়েন্ট ইলিশের অভয়াশ্রম। ভোলা অঞ্চলের মেঘনা-তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রমের আওতায়। অভয়াশ্রমে এ দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ডিম ছাড়ে। মাছের ডিম ছাড়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে মাছ ধরা বন্ধ থাকবে।
মো. আজাহারুল ইসলাম বলেন, ‘এ সময় জেলেরা যাতে মাছ শিকার না করে সেজন্য মৎস্যঘাট ও জেলে পল্লীতে প্রচার-প্রচারণা, সচেতনামূলক সভা ও ব্যানার টাঙানো হয়েছে। যারা সরকারি আইন অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে সর্বনিম্ন এক থেকে দুই বছরের জেল অথবা ৫ হাজার টাকা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ইলিশ রক্ষায় অভিযানে থাকবে মৎস্যবিভাগ, পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।’
নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পুনর্বাসনের জন্য জাটকা কর্মসূচির আওতায় জেলার ৭০ হাজার নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে বলেও জানান মৎস কর্মকর্তা।