শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শ্বশুর বাড়ির কাছ থেকে জামাইয়ের লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শ্বশুর বাড়ির কাছ থেকে জামাইয়ের লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ শ্বশুর বাড়ির কাছে পুকুরের পাড় থেকে আরিফ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার আমিন আলী হাওলাদার বাড়ির পুকুর পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত আরিফ হোসেনের পিতা জয়নালের সাথে মায়ের ডিভোর্স হওয়ায় ছোটবেলা থেকে মাকে নিয়ে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার মালে বাড়িতে নানা মতলব মিয়ার কাছে থাকত সে।
মৃত আরিফের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ চার বছর পূর্বে পাশ্ববর্তী ৬নং ওয়ার্ডের শাহে আলমের মেয়ে রুবিনার সাথে আরিফের বিয়ে হয়। তাদের ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে নানা বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে থাকত এবং দিনমজুরী কাজ করতো আরিফ।
নিহতের মা জানান, গত বৃহস্পতিবার দুপুরে আরিফকে আনতে তার শ্বশুর বাড়ি যায় মা মমতাজ, নানা মতলব ও স্থানীয় হাফেজ মিয়া। কিন্তু সে বাড়িতে ফিরতে রাজি হয়নি, তাই তাকে নিতে পারেননি। পরদিন শুক্রবার সকালে শ্বশুর বাড়ির কাছে একটি বাড়ির পুকুর পাড়ে তার লাশ মেলে।
নিহত আরিফের মা মমতাজ বেগমের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন আরিফ কে মেরে ফেলেছে।
এদিকে নিহতের স্ত্রী রুবিনা ও তার মা জাহানারা বলেন, আরিফ কে নিতে তার মা, নানা ও স্থানীয় হাফেজ মিয়া আমাদের বাড়ি আসে। এ সময় আরিফ তাদের সাথে যেতে অস্বীকার করলে হাফেজ মিয়া তাকে মারধর করে ও টানা হেঁচড়া করে নিয়ে যায়। এরপর শুক্রবার সকালে পার্শ্ববর্তী বাড়ির পুকুর পাড়ে আরিফের লাশ দেখে স্থানীয়রা তাদের কে খবর দেয় বলেও জানান নিহতের স্ত্রী ও শাশুড়ি।
লালমোহন থানা সেকেণ্ড অফিসার আ: শহিদ জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।