বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পরীক্ষার উত্তরপত্র ফটোকপি: ষ্টুডিও মালিকের কারাদণ্ড
লালমোহনে পরীক্ষার উত্তরপত্র ফটোকপি: ষ্টুডিও মালিকের কারাদণ্ড
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ এলাকার গজারিয়া বাজারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করার দায়ে সুমা ষ্টুডিও’র মালিক হারাজন মহাজন কে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিরবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এসএসসি পরীক্ষার সমাজ বিজ্ঞান বিষয় পরীক্ষা চলাকালীন উত্তরপত্র ফটোকপি করার দায়ে তাকে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত হারাজন মহাজন ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার পেশকার বাড়ির মৃত কালিপদ মহাজনের ছেলে।