বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনাভাইরাস আতঙ্ক : সৌদিতে ওমরাহ যাত্রীদের প্রবেশ স্থগিত।।লালমোহন বিডিনিউজ
করোনাভাইরাস আতঙ্ক : সৌদিতে ওমরাহ যাত্রীদের প্রবেশ স্থগিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে দেশটির বহুল প্রচারিত দৈনিক আরব নিউজ এবং সৌদি গেজেট।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব দেশে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, সেসব দেশের নাগরিকদের টুরিস্ট ভিসাও দেওয়া হবে না।
পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে বসবাসরত সৌদি নাগরিকরা এতদিন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই নিজেদের দেশে যাওয়া আসা করার সুযোগ পেতেন। তাদের সেই সুযোগও আপাতত স্থগিত থাকবে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে, তার অংশ হিসেবেই ওমরাহ যাত্রীদের ওপর এই কড়াকড়ি।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাগে গত দুই মাসে অন্তত ২ হাজার ৮০০ জন মানুষের প্রাণ গেছে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
সৌদি আরবে এখনো এ ভাইরাসের সংক্রমণ না ঘটলেও ইরানে ইতোমধ্যে ১৯ জনের মৃত্যু ঘটেছে। এ ছাড়া দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছিসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৯৫ জন।
এদিকে, মধ্যপ্রাচের বেশ কিছু দেশে গত কয়েক দিনে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। বাহরাইনে এখন পর্যন্ত ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ওমানে চারজন, সংযুক্ত আরব আমিরাতে ১৩ জন ও কুয়েতে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।