শনিবার, ৮ আগস্ট ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ইউনিয়ন পরিষদ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ।
ইউনিয়ন পরিষদ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ।
লালমো্হন বিডিনিউজ ডেস্ক : লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়ন পরিষদ থেকে সোহাগ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় , সোহাগ লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ড ঘোলে বাড়ির মোস্তফিজ মিয়ার ছেলে ।
সোহাগ দুটি বিয়ে করেছিল ।
লালমোহন পৌরসভা ৪ নং ওয়ার্ড নয়ানীগ্রাম এলাকায় সোহাগ প্রথম বিয়ে করে এবং এ ঘরে তার একটি সন্তান ও রয়েছে ।
অপরদিকে লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড দুলামিয়া বাড়ির আবু কালামের মেয়েকে ও বিবাহ করে সোহাগ আবার এবং তাকে নিয়ে ঢাকাতে বসবাস শুরু করে ।
ঢাকা থেকে সোহাগ এলাকায় আসলে গত শুক্রবার সোহাগকে তার প্রথম স্ত্রী ও স্ত্রীর স্বজনেরা মিলে আটক করে । পরবর্তীতে ৪নং ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার কয়েকজন সালিশ মিমাংসার উদ্দেশ্যে সোহাগকে লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আলমগীরের কাছে দেন।
রাত আনুমানিক ৯ টার দিকে আলমগীর মেম্বার সোহাগ কে রাখার জন্য ইউনিয়ন পরিষদের চৌকিদার আব্দুর রব কে দায়িত্ব দেন ।
চৌকিদার পরিষদের তথ্য সেবা কেন্দ্রে সোহাগকে রাখেন ।
শনিবার সকালে ভেতর থেকে দরজা বন্ধ ও সোহাগের কোন সাড়া না পেয়ে থানা পুলিশকে খবর দেয় ।
থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ইউনিয়ন পরিষদ তথ্য ও সেবা কেন্দ্রের দরজা ভেঙ্গে ভেতর থেকে জানারার সাথে সোহাগের ঝুলন্ত লাশ উদ্ধার করে লালমোহন থানায় নিয়ে আসে ।
সোহাগের পরিবারের দাবী সোহাগের প্রথম স্ত্রী ও তার ভাইয়েরা সোহাগ কে পরিকল্পিত ভাবে হত্যা করেছে ।
এ ঘটনায় লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৯ ।