সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » হজ প্যাকেজের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।।লালমোহন বিডিনিউজ
হজ প্যাকেজের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : হজ প্যাকেজের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে হজ প্যাকজে-১ এর ফি ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এর ফি ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-৩ এর ফি ৩ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও হজের বিমানভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধের বিধান রাখা হয়েছে।
এবার বিমানভাড়া ১ লাখ ৩৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যেতে পারবেন। বেসরকারিভাবে ৩ লাখ ১৫ হাজার টাকার কমে কোনো হজ এজেন্সি হজযাত্রী নিতে পারবে না। সরকারি প্যাকেজের খরচ অনুযায়ী বেসরকারী এজেন্সিগুলো হজযাত্রী পাঠাবে।
এছাড়া, জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা-২০২০ এর খসড়া সংশোধন অনুমোদন করেছে মন্ত্রিসভা। কিছু নীতিমালা মেনে এখন যেকোন বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগের বিধান রাখা হয়েছে। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।