শনিবার, ৮ আগস্ট ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » জীবনের প্রথম ভোট দিতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরা মনপুরায় উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন
জীবনের প্রথম ভোট দিতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরা মনপুরায় উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন
সীমান্ত হেলাল, মনপুরা: সারা দেশের ন্যায় মনপুরায়ও উৎসব মূখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। জীবনে প্রথমবার ভোট দিতে পেরে উৎফুল্ল দ্বীপ উপজেলার শিক্ষার্থীরা। হাতে লিখিত হ্যান্ডবিল, রঙ্গিন কলম দিয়ে আর্ট করা রং বেরঙয়ের পোষ্টার আর দেয়াল লিখনই জানান দিচ্ছে ৫ম থেকে দশম শ্রেনীর কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এই নির্বাচন কতটা সারা ফেলেছে। সবমিলিয়ে যেন উৎসবের আমেজ। কোন প্রকার হট্টগোল আর আচরন বিধি লংঘনের অভিযোগ ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। পরাজিত প্রার্থী জয়ী প্রার্থীকে সাধুবাদ জানিয়েছেন। এই নির্বাচনে ছাত্র-ছাত্রীদের গনতন্ত্রের উপর শ্রদ্ধাশীল হওয়ায় সাধুবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক একেএম শাহজাহান মিয়া।
শনিবার উপজেলার ৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়, উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ফকিরহাট দাখিল মাদ্রসায় নির্বাচন অনুষ্টিত হয়। সকাল ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ পুলিং অফিসার নিয়োগ করা হয়। এই নির্বাচনে প্রতি প্রতিষ্ঠানে ৮ টি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দীতা করে। মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান ও স্বস্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাগন তাৎক্ষনিক ভোট গননা করে বিকেল ৩ টার মধ্যে ফলাফল ঘোষনা করেন। এতে হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কেবিনেট নির্বাচিত হন যথাক্রমে দশম শ্রেনী থেকে মোঃ ফারুক হোসেন অপু ও ইমাম হেসেন বাবু। নবম শ্রেনী থেকে মোঃ জাকির হোসেন ও ইসরাত জাহান রিক্তা। অষ্টম শ্রেনী থেকে ফারজানা রহমান শম্পা ও মোঃ মনির। সপ্তম শ্রেনী থেকে আব্দুর রহিম। ষষ্ঠ শ্রেনী থেকে মোঃ ছানাউল্লাহ শরীফ।
উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কেবিনেট নির্বাচিত হন যথাক্রমে দশম শ্রেনী থেকে শাহাদাত হোসেন ও মোঃ রাকিব। নবম শ্রেনী থেকে অমিত দাস ও মোঃ তানজিল। অষ্টম শ্রেনী থেকে আবদুল্যাহ অসি ও সুলতানা বেগম। সপ্তম শ্রেনী থেকে, ফারহানা আক্তার এবং ষষ্ঠ শ্রেনী থেকে মজিবর রহমান।
এছাড়া চরফৈজুদ্দিন ফকির হাট দাখিল মাদ্রাসা কেন্দ্রে কেবিনেট নির্বাচিত হন যথাক্রমে দশম শ্রেনী থেকে মোঃ মনির ও মোঃ জাহিদ হাসান। নবম শ্রেনী থেকে মোঃ নাজিম উদ্দিন ও মোঃ আঃ মতিন। অষ্টম শ্রেনী থেকে শিরিনা বেগম ও হাফসা বেগম। সপ্তম শ্রেনী থেকে মোঃ মামুন এবং ষষ্ঠ শ্রেনী থেকে মোঃ তামজিদ।
এই নির্বাচনের মাধ্যমে শিশু কাল থেকে গনতন্ত্রের চর্চা, অন্যের মতামতের উপর শ্রদ্ধাশীল ও স্কুলের ঝড়ে পড়া শিক্ষার্থীদের রোধে নির্বাচিত সদস্যরা শিক্ষকদের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।