রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জাতির জনক বঙ্গবন্ধুর দুর্লভ ছবি সংগ্রহ করছে সংসদ।।লালমোহন বিডিনিউজ
জাতির জনক বঙ্গবন্ধুর দুর্লভ ছবি সংগ্রহ করছে সংসদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার দেয়া বক্তব্যের অডিও, ভিডিও ও ছবি সংগ্রহ করছে সংসদ সচিবালয়। মুজিববর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি প্রদর্শনী ও অডিও/ভিডিও প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে অনুয়াযী সম্ভাব্য যে সকল প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও/ভিডিও থাকতে পারে- এমন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অডিও/ভিডিও সংগ্রহ করা হচ্ছে।
সংসদে গণসংযোগ অধি শাখা-১ এর পরিচালক তারিক মাহমুদ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সাংবাদিদকদেরকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। এরই মধ্যে বঙ্গবন্ধুর অনেক দুর্লভ তথ্য সংগ্রহ করা হয়েছে।
সংসদ সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় সংসদ পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। যার মধ্যে সংসদের বিশেষ অধিবেশন অন্যতম। আগামী ২২ থেকে ২৩ মার্চ বিশেষ অধিবেশন আয়োজন করা হচ্ছে। একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বিশেষ অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষ অধিবেশনে দক্ষিণ এশিয়ার স্পিকারগণসহ বিখ্যাত ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৯ মার্চ শিশু মেলা আয়োজন করা হরব। জাতীয় সংসদে বঙ্গবন্ধুর আলোকচিত্র নিয়ে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন এবং ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর ‘মুজিবমঞ্চ’ স্থাপন করা হবে। মুজিবমঞ্চের পাশেই বিজয় মেলা আয়োজন করা হবে।