শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সোমবার বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল।।লালমোহন বিডিনিউজ
সোমবার বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ওপর হামলার প্রতিবাদে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শনিবার সংগঠনটির দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রিজভীর ওপর পুলিশি হামলা ও তাকেসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত করার প্রতিবাদে আগামী সোমবার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
রফিকুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
উল্লেখ্য, শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মিরপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় রিজভীসহ ১০ জন আহত হন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।