শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বিভাগের খবর | রংপুর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » রাজারহাটে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড।।লালমোহন বিডিনিউজ
রাজারহাটে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ইভটিজিংয়ের দায়ে রাসেল ইসলাম (১৬) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শিক্ষার্থীদের পথরোধ করে ইভটিজিং করার অপরাধে ওই যুবককে কারাদণ্ড দেয়া হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ যোবায়ের হোসেন।
তিনি জানান, ছাত্রীদের পথরোধ করে অশালীন আচরণ করার ঘটনার সত্যতা প্রমান হওয়ায় ঐ যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২১শে ফেব্রুয়ারী শুক্রবার মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের র্যালীতে রাজারহাট ফাজিল মাদরাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ থেকে বের হওয়ার ২’শ গজের মাথায় উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সামনে পৌচ্ছিলে ৫/৭জন যুবক এসে তাদের পথ রোধ করে উত্যক্ত করতে থাকে।
খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে যুবকরা দ্রুত সটকে পড়ে। এ সময় রাসেল (১৬) নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, ইভটিজিংয়ের ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।