শুক্রবার, ৭ আগস্ট ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
চরফ্যাশন সংবাদাতা: ভোলার চরফ্যাশনের কাইমুদ্দিন মোড় এলকায় শুক্রবার সকালে যাত্রীবাহি যান টমটম উল্টে পড়ে আ.বারী (৫৫) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছে। আ.বারী পটুয়ালীর মৃত হাসান আলীর ছেলে, চরফ্যাশনের জনতা বাজার জামে মসজিদের ইমাম।
স্থানীয়রা জানান, যাত্রীবাহি টমটম চরফ্যাশন থেকে জনতা বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে। এসময় টমটমের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে আ. বারী মারা যায়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।