
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মুজিববর্ষে লালমোহনের গৃহহীনদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
মুজিববর্ষে লালমোহনের গৃহহীনদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনের গৃহহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের চাবি তুলে দিলেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের চাবি তুলে দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্যকালে সাংসদ শাওন বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠি ও চরাঞ্চলের মানুষের কথা বিবেচনা করে তাদের সহযোগিতা করার জন্য গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্প, আমার বাড়ি আমার খামারসহ বিভিন্ন প্রকল্পে বিশেষ বরাদ্দ দিয়ে যাচ্ছেন তিনি।
তিনি বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের গৃহহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেয়া এ ঘর গৃহহীনদের জন্য মুজিববর্ষের উপহার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহম্মেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, প্রকল্প অফিসার অপূর্ব দাস, ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারগণ।