
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘হুন্ডির মাধ্যমে জঙ্গি অর্থায়নের ব্যাপারে সতর্ক সরকার’-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘হুন্ডির মাধ্যমে জঙ্গি অর্থায়নের ব্যাপারে সতর্ক সরকার’-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : হুন্ডির মাধ্যমে জঙ্গি অর্থায়ন হচ্ছে কি-না, সেদিকে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু আয়োজিত ‘জঙ্গি অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক আলোচনায় সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় দেশে হুন্ডির মাধ্যমে জঙ্গি অর্থায়ন হচ্ছে কি-না, সেদিকে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
বিভিন্ন নামের আড়ালে সন্ত্রাসীগোষ্ঠী দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে, এজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বলেন, ‘প্যারোলে মুক্তির বিষয়ে খালেদা জিয়ার পরিবাবের পক্ষ থেকে এখনো কোনও আবেদন করা হয়নি।’ প্যারোলে মুক্তির বিষয়টি আদালত দেখবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।