রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘খালেদা জিয়ার মুক্তি: স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে কোন আবেদন আসেনি’-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘খালেদা জিয়ার মুক্তি: স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে কোন আবেদন আসেনি’-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : খালেদা জিয়ার মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোন আবেদন আসেনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল সম্পূর্ণ আদালতের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার (১৬ই ফেব্রুয়ারি)সকালে রাজধানীতে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোন আবেদন আসেনি। আবেদন তারা কোথায় করেছে আমার জানা নেই। উনি দুর্নীতি মামলায় আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। উনি কোন আবেদন করতে চাইলে আদালতের মাধ্যমেই করতে হবে।