শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার সন্তান অন্তর মিরপুর ১৩ থেকে হাড়িয়েছে।।লালমোহন বিডিনিউজ
ভোলার সন্তান অন্তর মিরপুর ১৩ থেকে হাড়িয়েছে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন : ঢাকার মিরপুর ১৩ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে অন্তর নামের ভোলার বোরহানউদ্দিনের এক ছেলে হাড়িয়ে গিয়েছে।
গত মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে সে মিরপুর ১৩ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে হাড়িয়ে যায়।
তার বয়স ১০ বছস, গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাজির হাট মির্জাকালু বাজারে। কোন স্ব হৃদয়বান ব্যাক্তি এই মাদ্রাায় পড়ুয়া ছেলেটি কে পেয়ে থাকেন বা সন্ধান পেয়ে থাকেন দয়া করে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল। আল্লাহ আপনাদের সহায় হবেন।
সন্তান হাড়িয়ে যাওয়া পরিবারে চলছে হতাশা, কোন স্ব হ্নদয়বান ব্যক্তি সন্ধান দিবেন তার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন।
যারা এই অবুজ মাদ্রাসার হাফেজ অন্তরের সন্ধান দিতে পারবেন তাদের আশা যাওয়ার খরচ দিয়ে দেওয়া হবে। ঠিকানায় যোগাযোগ মিরপুর-১৩,বি বলক,বাসা-৪১,রোড-০১
কেউ পেয়ে থাকলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন।মোবাইল নং ০১৭৮৭৭৪৫৩১৭, ০১৭২৫৮২৫৮১৭
ভোলার ঠিকানা এম রহমান রুবেল বাপ্তা বাসস্ট্যন্ড পৌদ্দার পুলের পাশে নবী উল্লাহ বিডি আরের বাসা।
যোগযোগঃ ০১৯১৩২৫৫৩৯/০১৭১৪৮৭৮১২৪