বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ১৩৪ পরীক্ষার্থী বহিস্কার।।লালমোহন বিডিনিউজ
পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ১৩৪ পরীক্ষার্থী বহিস্কার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার তিনটি কেন্দ্র দাখিল ইংরেজী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ পরীক্ষার্থীকে ১ বছরের জন্য ও ১২৪ পরীক্ষার্থীকে শুধু ইংরেজী বিষয়ের জন্য বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারী) মাদ্রাসার দাখিল ইংরেজী পরীক্ষা চলাকালীন উপজেলার দক্ষিণ আইচা, শশীভূষণ ও দুলারহাট কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার এ শিক্ষার্থীদের বহিস্কার করেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, মাদ্রাসার ইংরেজী বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫জন, শশীভূষণ এ মালেক দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫জন মোট ১০জনকে ১বছরে জন্য ও দুলারহাট নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২৪ জনকে শুধু ইংরেজী বিষয়ের জন্য বহিস্কার করা হয়েছে। ১২৪ জন পরবর্তী বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।