বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ » রাজশাহীতে শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
রাজশাহীতে শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজশাহীতে শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ‘শেখ হাসিনা বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন।’
সূত্র আরো জানায়, এ সেন্টার ডিজিটাল বাংলাদেশ ও জ্ঞানভিত্তিক সোসাইটি গঠন এবং কর্মসংস্থানে সহায়তা করবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি জেলা ও ২৩ উপজেলায় পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী নাট্য উৎসব উদ্বোধন করবেন।
সূত্র : বাসস।