রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপ কিছু স্পর্শ করতে না পারে’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপ কিছু স্পর্শ করতে না পারে’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপ কিছু স্পর্শ করতে না পারে সেভাবেই দেশ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৯ই ফেব্রুয়ারি) মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০১৯-২০ কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষতার সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রশিক্ষণ আরো বাড়াতে হবে। আগামী দিনে সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধের কথা মাথায় রেখে কাজ করছে সরকার৷ এছাড়া দুর্নীতি বিরোধী অভিযান চলবে বলেও জানান সরকারপ্রধান।
এ সময় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতি কাজে লাগানোর আহ্বান জানান তিনি। বিভিন্ন দেশের ৫৪ জন অফিসারসহ ২৩৫ জন প্রশিক্ষণার্থীকে গ্রাজুয়েশন সনদ প্রদান করেন শেখ হাসিনা।