শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র সমাবেশ আইনবিরোধী: হাছান মাহমুদ
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র সমাবেশ আইনবিরোধী: হাছান মাহমুদ
ডেস্ক : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র সমাবেশ আইন ও আদালতের বিরোধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৮ই ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এ মন্তব্য করেন হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এ সমাবেশ আইন ও আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন। আদালত সতর্ক দৃষ্টি রেখে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিচার প্রক্রিয়া মেনে খালেদা জিয়ার মুক্তির জন্য চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সমাবেশ করে বেগম জিয়ার মুক্তি মিলবে না।
ইভিএম ও ব্যাংকিং খাতের নতুন আইন সম্পর্কে না জেনেই বিএনপি মহাসচিব প্রতিক্রিয়া দিয়েছেন-এমন অভিযোগ করে তথ্যমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, সরকারের সমালোচনা করুন, তবে মূর্খের মতো নয়।