বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চীন থেকে যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি-আইইডিসিআর।।লালমোহন বিডিনিউজ
চীন থেকে যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি-আইইডিসিআর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ১৬ দিনে চীন থেকে আসা ৭ হাজার ২৮৪ যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। এদের কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে একথা জানান।
হজক্যাম্পে অবস্থানরত চীন ফেরত বাংলাদেশীরা সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, মোট ৪৩টি নমূনা পরীক্ষা করা হয়েছে। কোনটাতেই করোনা ভাইরাস ধরা পড়েনি। তাদের মধ্যে ১১জনকে ঢাকা সিএমএইচে ও ৩জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
এছাড়া বাংলাদেশে আসা চীনা নাগরিকদের বিষয়ে কোন তথ্য থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে জানানোর আহ্বান জানান তিনি।
চীন থেকে আরো ১৭১ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।