
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জনগণ বিএনপি কে প্রত্যাখ্যান করেছে-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
জনগণ বিএনপি কে প্রত্যাখ্যান করেছে-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা বিএনপির আনুষ্ঠানিক অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা বিএনপির মনগড়া কথা।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে হেরে গিয়ে এখন উল্টোপাল্টা বলেছে। নির্বাচনে জিততে না পেরে তারা নির্বাচন প্রত্যাখ্যান করার কথা বলছে। কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে পুরোপুরি গনতন্ত্র আছে এটা বলবো না, তবে তা করার চেষ্টা করা হচ্ছে।
কাদের বলেন, বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল সবচেয়ে ব্যর্থ মহাসচিব। তিনি তার পারফরমেন্স দেখাতে পারেননি সঠিকভাবে। তাই যে সিটি নির্বাচন নিয়ে কোনো পর্যবেক্ষকরাও বলতে পারবেনা নির্বাচনে কারচুপি হয়েছে। কারণ ইভিএমে ভোট হয়েছে নির্বাচনে কারচুপি বন্ধ করার জন্য, আর এখন বিএনপি বলছে নির্বাচনের কারচুপির কথা, এটা মির্জা ফখরুলের মনগড়া কথা।
এর আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী বর্ষার আগে সড়কের যেসব রাস্তা ভাঙ্গাচোরা আছে, সেগুলো মেরামত করার নির্দেশ দেন।
পদ্মাসেতুতে কাজ করছে এদের মধ্যে যে কয়েকজন চীনা নাগরিক এখন চীনে রয়েছেন, করোনা ভাইরাসের জন্য আগামী দুই মাসের মধ্যে তারা না আসলেও পদ্মাসেতুর কাজে সমস্যা হবে না বলেও জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, পদ্মাসেতুতে কাজ করছে এখন ৯৮০ জন চীনা নাগরিক, এর মধ্যে ৩৩২ জন ছুটিতে চীনে গিয়েছিল, এদের মধ্যে ৩৩ জন ফিরে এসেছে, বাকিরা আসতে পারেনি করোনাভাইরাসের জন্য। পদ্মাসেতুর সার্বিক কাজ শেষ হয়েছে ৭৭ শতাংশ, এ পর্যন্ত ২৩টি স্প্যান বসানো হয়েছে, ২৪ নম্বর স্প্যান বসবে আগামী ১০ তারিখে, জুলাই মাসের মধ্যে সবগুলো স্প্যান বসানো শেষ হবে, সরকারে সবচেয়ে বড় প্রকল্প হলো পদ্মাসেতু যা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।