বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » অযথা কথা বলা বাদ দিয়ে নির্বাচনের বাস্তবতা মেনে নিন-ফখরুলকে তথ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
অযথা কথা বলা বাদ দিয়ে নির্বাচনের বাস্তবতা মেনে নিন-ফখরুলকে তথ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অযথা কথা বলা বাদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাস্তবতাকে মেনে নিতে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, ঐক্যফ্রন্টের কিছু নেতাও বিশেষ করে ড. কামাল হোসেনও নির্বাচন নিয়ে নানা কথা বলেছেন। বাংলাদেশে কোনো বিষয় নিয়ে মাওলানারা যেভাবে ফতেয়া দেন, আমি লক্ষ করেছি ঐক্যফ্রন্টের নেতারা সেভাবে ফতেয়া দেওয়া শুরু করেছেন।
বিএনপি যে সমাবেশের ডাক দিয়েছে, সমাবেশ অতীতেও তারা করেছে আমরা দেখেছি। দেখেছি তারা সমাবেশ করতে গিয়ে হাঙ্গামা করেছে, মানুষের ওপর আক্রমণ করেছে। সবকিছু বিচার বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দেবে কী দেবে না সেটা তারা দেখবেন। আইনশৃঙ্খলা বাহিনী দেখবে তাদের উদ্দেশ্যটা কী, সমাবেশ করা নাকি সমাবেশের নামে বিশৃঙ্খলা করা। সব খতিয়ে অনুমতি দেবে বলে জানান হাসান মাহমুদ।