বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নতুন নির্বাচন দাবি জানিয়েছেন ফখরুল।।লালমোহন বিডিনিউজ
নতুন নির্বাচন দাবি জানিয়েছেন ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন পরবর্তী বিএনপির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
৭ থেকে ৯ শতাংশ ভোট নিয়ে জয়ী হয়ে মেয়রদের দায়িত্বপালন কতটুকু আইনগতভাবে ঠিক তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। তাই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়া গণতান্ত্রিক সংকট কাটবে না।