মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন: লালমোহনে ৩ পরীক্ষার্থী বহিস্কার।।লালমোহন বিডিনিউজ
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন: লালমোহনে ৩ পরীক্ষার্থী বহিস্কার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ভোলার লালমোহন ইসলামীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার ওই কক্ষের দায়িত্বরত দুই শিক্ষক কে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোঃ তানভীর, মোঃ ইয়ামিন ও মোঃ ইসমাইল নামের তিন পরীক্ষার্থীকে বহিস্কার করেন ম্যাজিষ্টেট জগৎ বন্ধু মন্ডল। পাশাপাশি দায়িত্বে অবহেলার দায়ে নাজিরপুর দারুল হোসাইনিয়া ফাাজিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, ও বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার কৃষি শিক্ষক আঃ মান্নান কে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।
বহিস্কারের বিষয়টি নিশ্চিন্ত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।