মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।।লালমোহন বিডিনিউজ
বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি, এটি ছোঁয়াচে হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই-এমনটি জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ব্রিফিংয়ে তিনি আরও জানান, এখন পর্যন্ত ৬,৭৮৯ জনকে স্ক্রিনিং ও ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমাদের দেশে এখনও যেহেতু এ রোগ ঢোকে নাই তাই এর মোকাবেলায় আমাদের সক্ষমতা খুব গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যদি রোগীর সংখ্যা বেড়ে যায় সেই ক্ষেত্র সক্ষমতা কিভাবে বড়ানো যায় সেটা আমরা চিন্তা করে দেখতে পারি।’