রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » পর্দা উঠলো অমর একুশে বইমেলার : উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
পর্দা উঠলো অমর একুশে বইমেলার : উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলা একাডেমি আয়োজিত অমর একশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২ ফেব্রুয়ারী) বাংলা একডেমি প্রাঙ্গনে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন তিনি।
অমর একুশে বইমেলা ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ডায়েরি থেকে নেয়া -তৃতীয় স্মৃতিকথা ‘আমার দেখা নয়াচীন’ শিরোনামে বইটির মোড়ক উন্মোচন করেন।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সাহিত্য-শিল্পকলা ও সংস্কৃতিকে শুধু দেশেই নয় বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর স্মৃতিকথা ‘আমার দেখা নয়াচীন’ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশীদের কাছে দেশের বদনাম বঙ্গবন্ধু করতেন না। তবে এখন অনেকেই বিদেশীদের কাছে দেশের বদনাম করে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে এবার ১০০টি বই প্রকাশ করবে বাংলা একাডেমি। শুধুমাত্র মাসব্যাপী বইমেলাতেই প্রকাশ করা হবে ২৫টি বই।
এবার নিয়ে ১০বছর ধরে সাহিত্য পুরস্কার প্রদান করছে বাংলা একাডেমি। ১০টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে ঘোষিত কবিতা, নাটক, গবেষণাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় বাংলা একাডেমি পুরস্কার পাওয়া ১০ লেখককে এ পুরস্কার প্রদান করা হয়।
বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। এ লক্ষ্যে পৌঁছাতে শিল্প ও সংস্কৃতিসহ সকল অঙ্গনের মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কোন ঘটনা নিয়ে বিদেশিদের কাছে বদনাম করতে অনেকেই কুণ্ঠাবোধ করেনা, প্রয়োজনে বাড়িয়ে বলে। তবে, পাকিস্তানের সামরিক জান্তার শোষণ নির্যাতনের স্বীকার হয়েও বঙ্গবন্ধু বিদেশে গিয়ে কখনো পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এ সময় দেশের সাহিত্য ও সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
এবার একদিন পিছিয়ে শুরু হলো, বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সতেরবারের মত এই বইমেলার উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন, বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতার জন্মশতবার্ষিকী সামনে রেখে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে। আগামী ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অমর একুশে গ্রন্থমেলা।