শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » আমতলীতে দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩।।লালমোহন বিডিনিউজ
আমতলীতে দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের এ কে স্কুলের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা নুপুর বেগম (৩৬) ও তার ছেলে নিশাত (১০)। আর নিহত লামিয়া হলো নুপুরের বড় বোনের মেয়ে। সে উপজেলার কাঠালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।