
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | শিরোনাম | সর্বশেষ » সু চি’র যুক্তিতর্ক ভুল: আন্তর্জাতিক বিচার আদালত।।লালমোহন বিডিনিউজ
সু চি’র যুক্তিতর্ক ভুল: আন্তর্জাতিক বিচার আদালত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে সু চি’র সব যুক্তিতর্কই ভুল প্রমাণিত।
রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের উপস্থাপিত প্রায় সব যুক্তিতর্কই ভুল বলে প্রমাণিত হয়েছে। গত ডিসেম্বরে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষে সাফাই দেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু’চি।
রোহিঙ্গা গণহত্যা গাম্বিয়ার করা মামলায় দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে সেনাবাহিনীর বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করেন অং সান সু চি।
মামলায় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ আনে গাম্বিয়া। কিন্তু সু চি বলেন, মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা অসম্পূর্ণ এবং সঠিক নয়। এমনকি রাখাইনে গণহত্যার উদ্দেশ্যে সেনাবাহিনী অভিযান চালিয়েছে তার কোন প্রমাণ নেই বলেও জানান তিনি।
রাখাইন প্রদেশে গোলযোগের ইতিহাস কয়েক শতাব্দীর এবং এ সংঘাত আরো বাড়তে পারে এমন কিছু না করতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানান সু চি। শুধু তাই নয়, ২০১৭ সালের আগস্টে পুলিশ ফাঁড়ির ওপর স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের পরই সেনাবাহিনী অভিযান শুরু করে বলে দাবি করেন তিনি।
মিয়ানমারের শুনানিতে সু চি আরো বলেন, সেনাবাহিনী যদি যুদ্ধাপরাধ করে থাকে তাহলে তাদের বিচার করা হবে অভ্যন্তরীণ আইনে। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রতি মিয়ানমার অঙ্গীকারবদ্ধ বলে দাবি করেন সু চি।
রাখাইনে ২০১৭ সালের আগস্টে সেনা অভিযান শুরুর পর হাজার হাজার রোহিঙ্গা নিহত হয়।