মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ৫ দিন পর সাগরে জীবিত আরো ৪ জেলে উদ্ধার
৫ দিন পর সাগরে জীবিত আরো ৪ জেলে উদ্ধার
সীমান্ত হেলাল, মনপুরা: ৫ দিন পর সাগরে নিখোঁজ জেলেদের মধ্যে জিবিত আরো ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। ০১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬ টায় সাগর মোহনা থেকে হাতিয়ার জাহাজমারা ঘাটের জেলেরা তাদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলে মোঃ সিরাজের বর্ননা মতে আরো ৩ জেলেকে উদ্ধার করে মনপুরায় নিয়ে আসে। রবিবার বিকেল ৫ টায় আতœীয় ও স্থানীয়রা তাদেরকে এনে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য গত ২৯ আগস্ট বুধবার উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নিরব সারেং, ছালাউদ্দিন সারেং এর ফিশিং বোট ২ টি সাগরে মাছ ধরতে গেলে ঘূর্নীঝড় কোমেনে সাগর উত্তাল থাকায় ফেরার পথে ডুবে যায়। সেই থেকে এই বোট দুটির ৩৮ জন জেলে নিখোঁজ থাকে। উদ্ধারকৃত জেলেরা জানান, শাহ আলম সারেং এর বোটটিও বুধবার রাতে ২২ জেলেসহ ডুবে যায়। সর্বশেষ তথ্য মতে ৩ টি বোটের মোট ৬০ জেলে নিখোঁজ ছিল।
নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত শাহ আলম সারেং এর বোটের নিখোঁজ জেলে সিরাজ (৫০), শাহিন(২৫), ফিরোজ(৩৫), জসিম(৪৫) এবং নিরব সারেং এর বোটের শাহাবুদ্দিনসহ ৫ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো ৫৫ জেলে নিখোঁজ রয়েছে।